• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়ললিতার মৃত্যু, নতুন মুখ্যমন্ত্রী পানিরসেলভাম

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৬, ০৯:০০

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতার বিশ্বস্ত সহচর পানিরসেলভাম। সোমবার রাত ১ টা ১৫ মিনিটে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। গেলো রাত ১১ টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান তামিলনাড়ুর ‘আম্মা’ নামে পরিচিত জয়ললিতা।

তার মৃত্যুর দু’ঘণ্টার মধ্যেই শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রিপরিষদের ৩২ সদস্য। শপথ পাঠ করান গভর্নর সি বিদ্যাসাগর রাও। ৬৫ বছরের পানিরসেলভামকে ২০১৪ সাল থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করে রাখা হয়েছিলো।

রোববার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। সোমবার রাত ১১ টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গেলো দু’মাস ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে অ্যাপোলো হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তামিলনাড়ুর জনপ্রিয় মুখ্যমন্ত্রী।

তার মৃত্যুতে তামিলনাড়ুতে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh