• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যক্তিপূজার বিরোধী ফিদেলকে আজই চিরবিদায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৬, ০৯:২৪

নয়দিনের রাষ্ট্রীয় শোক শেষে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম সমাহিত করা হবে আজ। রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারে ফিদেলকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে প্রস্তুত কিউবানরা। এ অনুষ্ঠানের নেতৃত্বে আছেন দেশটির প্রেসিডেন্ট ও ফিদেলের ভাই রাউল কাস্ত্রো।

রাউল জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনো মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা যাবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান।

গেলো চারদিন কিউবার বিভিন্ন প্রান্তে শোক শোভাযাত্রা শেষে ফিদেলের দেহভস্মটি এখন রাখা হয়েছে সান্তিয়াগো শহরে। যেখানে দেশটির স্বাধীনতা সংগ্রামের বীর জোস মার্তিকে সমাহিত করা হয়েছে সেখানেই সমাহিত হবেন ফিদেল।

শেষকৃত্য অনুষ্ঠানে ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ছাড়াও যোগ দিচ্ছেন ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও বলিভিয়ার রাষ্ট্রপ্রধানরা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও দিলমা রৌসেফের।

গেলো ২৫ নভেম্বর ৯০ বছর বয়সে মারা যান কিউবান বিপ্লবী ফিদেল কাস্ত্রো।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh