• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যবসা ছাড়বেন ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ ডিসেম্বর ২০১৬, ১০:৩৯

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কয়েকটি টুইটবার্তায় তিনি এ কথা জানান।

ট্রাম্প জানান, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কাজ সম্পূর্ণভাবে ছেড়ে দেয়া হবে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন ব্যবসার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।


ব্যবসায়ী ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পরে গুঞ্জন ওঠে তার ব্যবসা-বাণিজ্য নিয়ে। প্রেসিডেন্টের দায়িত্ব, নাকি ব্যবসাকে গুরুত্ব দেবেন তিনি সে বিষয়ে আলোচনাও চলছিলো। কিন্তু এ বিষয়ে সব উদ্বেগের সম্ভাবনা উড়িয়ে দিলেন ট্রাম্প।

আরেক টুইটবার্তায় ট্রাম্প জানান, ডিসেম্বরে তিনি তার সন্তানদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি তার কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh