• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

কনজারভেটিভ পার্টির প্রার্থী হলেন ফ্রাঁসোয়া ফিলন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৬, ০৯:৫৬

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে জয় পেলেন ফ্রাঁসোয়া ফিলান। প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপে পরাজয় মেনে নেয়ায় প্রার্থী হওয়ায় ব্যাপারে ফিলানের আর কোন বাঁধা নেই।

প্রার্থী নির্বাচিত হওয়ায় ফিলনকে অভিনন্দন জানিয়েছেন অ্যালাইন জুপে। তিনি বলেন, ফিলনকে প্রেসিডেন্ট হিসেবে দেখার আশা করছি। তার জয়ের জন্য আমিও কাজ করবো।

২০১৭ সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। রোববার ভোটারদের ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ফিলন। প্রার্থী নির্বাচিত হয়ে তিনি বলেন, সমতার ভিত্তিতে সমাজ গঠন করা হবে। সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

নির্বাচনে ফিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন সমাজতান্ত্রিক প্রার্থী ম্যারিন লে পেন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh