• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আলেপ্পোর ‘মাসাকেন হানানো’ সরকারি বাহিনী দখলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৬, ১০:১১

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর বড় একটি জেলা পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে।

রাজনৈতিক কর্মীরা বলছেন, আলেপ্পোর উত্তর-পূর্বে থাকা মাসাকেন হানানো জেলাটি দখলের মধ্য দিয়ে সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেলো।

আলেপ্পোর পূর্বাঞ্চল দখলে নিতে গেলো ১৫ নভেম্বর থেকে অভিযান শুরু করে সরকারি বাহিনী। যেখানে আটকা পড়ে আছেন প্রায় দু’লাখ ৭৫ হাজার মানুষ।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অভিযানে মারা গেছেন দু’শোরও বেশি বেসামরিক নাগরিক। যাদের মধ্যে ২৭ শিশুও রয়েছে। ২০১২ সালে মাসাকেন হানানোর দখল নেয় বিদ্রোহীরা।



এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh