• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছবিতে ফিদেল কাস্ত্রো

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ নভেম্বর ২০১৬, ১৪:৪৩

বিশ্বের বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জীবনাবসানের সঙ্গে সঙ্গে শেষ হলো বিপ্লবের ইতিহাসের। ৬৩৮ বার চেষ্টা করা হয়েছে তাকে মেরে ফেলার। কিন্তু ৯০ বছর বয়সে স্বাভাবিক নিয়মেই না ফেরার দেশে পাড়ি জমালেন এ নেতা।

নিউস্ট্রা সেনোরা ডি ডোলোরেস স্কুলের বন্ধুদের সঙ্গে ফিডেল কাস্ত্রো। ১৯৪০ সালে কিউবার সান্তিয়াগো থেকে তোলা হয়েছে ছবিটি।

প্রথম স্ত্রী মির্তা এবং সন্তান ফিডেলিতোর সঙ্গে কাস্ত্রো। ছবিটি ১৯৫০ সালে তোলা।

৬৩৪ বার চেষ্টা করা হয়েছে মেরা ফেলার । সেরকম একটি প্রতিবেদন নিয়েই হাসছেন কাস্ত্রো।

বিজয়ীর বেশে ফিদেল কাস্ত্রো।

১৯৬৩ সালে চার সপ্তাহের মস্কো সফরে গিয়েছিলেন কাস্ত্রো। সে সময়কার ছবি এটি।

নিউইয়র্ক সফরে হাস্যোজ্জ্বল ফিদেল কাস্ত্রো।

কিউবার আখ বাগানে আখ কাটছেন কাস্ত্রো। ১৯৭০ সালে তোলা হয়েছে এ ছবিটি।

নর্থ ভিয়েতনাম সফরে কিউবান নেতা। রাইফেলের দিকে তাকানো ছবিটি তোলা হয়েছে ১৯৭৩ সালে।

মাতানজাসে নেলসন ম্যান্ডেলার সঙ্গে ফ্রেমে বন্দী ফিদেল কাস্ত্রো। ১৯৯১ সালের ছবি এটি।

ভাই রাউল কাস্ত্রোর সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি।

এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh