• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানে ব্যাংক থেকে ১০ হাজার কোটি রুপি পাচার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫৮
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ১০৭টি ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১০ হাজার কোটি রুপিরও বেশি অর্থপাচারের ঘটনা ঘটেছে। বিষয়টি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, গতকাল সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে শুনানি হয় ।

আরও জানিয়েছে, মামলাটি তদন্তে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি(এফআইএ) গঠিত যৌথ তদন্ত দল দেশটির সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন দাখিল করে এদিন।

এতে বলা হয়, ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪ হাজার ৭০০ কোটি রুপি এবং ৩৬টি কোম্পানির কাল্পনিক অ্যাকাউন্টের মাধ্যমে ৫ হাজার ৪০০ কোটি রুপি লেনদেন হয়েছে।

তদন্ত দল বলছে, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কয়েকটি বেসরকারি ব্যাংকে এসব কাল্পনিক অ্যাকাউন্ট খোলা হয়।

উল্লেখ্য, এই মামলা তদন্তে ৩২ জন কর্মকর্তা নিয়োগ করেছে এফআইএ। চলতি মাসের শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৯৫ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

আরও পড়ুন :

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh