• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে চলছে বিশ্বের সবচেয়ে ছোট কুরআন প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৮, ২১:০৯
ছবি: তুরস্কের গণমাধ্যম ইয়েনিসাফাক

তুরস্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের সবচেয়ে ছোট পাণ্ডুলিপি প্রদর্শনী চলছে। এটি মাইক্রোস্কোপ ছাড়া পড়া সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক।

এদিন দেশটিতে প্রথমবারের মতো ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয় আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায়।

এতে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কুরআনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যেগুলো খোলা চোখে দেখা অসম্ভব।

কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই কুরআন তৈরি করেছেন তিনি। একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব এটি। এক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই কাজের জন্য তিনি রাতকেই বেছে নিয়েছেন।

এর আগে তিনি একটি মশুরির দানায় আল্লাহর ৯৯টি নাম এবং একটি চুলে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লিখেছিলেন।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
কাল শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
X
Fresh