• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার ক্রাইমিয়ায় সম্ভাব্য সন্ত্রাসী হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৫
ছবি: সংগৃহীত

ইউক্রেন থেকে সংযুক্ত করা ক্রাইমিয়ায় একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই কিশোর বয়সের। খবর সিএনএনের।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রাইমিয়ার কার্চ শহরের একটি কলেজে ‘অচিহ্নিত বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী আজ (বুধবার) সকালে কার্চ পলিটেকনিক কলেজের ডাইনিং রুমে দাতব বস্তু বোঝাই একটি অচিহ্নিত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, হতাহতের তথ্য ঘেঁটে জানা গেছে ‘তাদের অধিকাংশই কিশোর বয়সী’।

রাশিয়ার তাস সংবাদ সংস্থা জানিয়েছে, ক্রাইমিয়া সরকারের প্রধান সের্গেই আকসিয়োনভ বলেছেন- এই সন্ত্রাসী হামলাকারীরা আত্মহত্যা করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটিকে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ‘বিবেচনা’ করা হচ্ছে।

তিনি বলেন, বিস্ফোরণে ভুক্তভোগীদের সাহায্যার্থে জরুরি পদক্ষেপ নিতে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে গুরুতর আহতদের রাশিয়ার শীর্ষ স্থানীয় মেডিকেল প্রতিষ্ঠান, সেটি মস্কো বা অন্য শহরেই হোক না কেন স্থানান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবা মন্ত্রণালয়কে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণের একটি উপদ্বীপ ক্রাইমিয়াকে ২০১৪ সালে রাশিয়ার তাদের সঙ্গে যুক্ত করে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
X
Fresh