• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধ-খরায় পুড়ছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৩৫

আফগানিস্তানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা। তালেবানদের সঙ্গে সরকারের যুদ্ধ চলার মধ্যে ভয়াবহ খরার আগুনে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সরকার ও তালেবানের মধ্যকার যুদ্ধে যে পরিমাণ মানুষ বাস্তুহারা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে খরার কারণে।

আফগানিস্তানের উত্তর এবং পশ্চিমাঞ্চলে তীব্র খরার কারণে ২ লাখ ৬০ হাজার মানুষকে তাদের বাসস্থান ছাড়তে হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতে বসবাস করতেন শাদি মোহাম্মদ (৭০)। খরার কারণে সন্তানদের নিয়ে ঘর-বাড়ি ছেড়ে যেতে হয়েছে তাকেও।

খরা সম্পর্কে শাদি মোহাম্মদ বিবিসি প্রতিনিধি সেকান্ডার কেরমানিকে বলেন, আমরা খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। আমাদের সামান্য যা ছিল তাই সাথে নিয়ে এসেছিলাম। কিন্তু পথেই সেটা শেষ হয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই। আমরা ৮ জন ছোট একটি তাঁবুতে থাকি।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও ভাই মারা গেছে। আমার সন্তানদের অর্ধেক এখানে এসেছে। আর বাকি অর্ধেক আগের জায়গায় রয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পায়। তখন থেকেই দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়। বর্তমান খরা এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে।

আর পড়ুন :

ডি/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh