• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দরজা বন্ধের সময় নিচে পড়লেন এয়ার ইন্ডিয়ার সেবিকা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৮, ১১:৩৭
ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি প্লেন থেকে পড়ে গিয়ে একজন ৫৩ বছর বয়সী বিমান সেবিকা গুরুতর আহত হয়েছেন। খবরে বলা হয়েছে, ওই বিমান সেবিকা প্লেনটি উড্ডয়নের আগে দরজা লাগানোর সময় নিচে পড়ে গেলে আহত হন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এই গণমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ওই বিমানটি মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিল।

বিমান সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, মুম্বাই-দিল্লি রুটে পরিচালিত এয়ার ইন্ডিয়ায় এআই ৮৬৪ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। তারা বলছে, ওই নারী ক্রু বিমানের দরজা বন্ধ করার সময় নিচে পড়ে যান। পরে তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার ১৩৬ জন যাত্রী নিয়ে তামিলনাড়ু থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। ওই ঘটনায় বিমানের পেটের অংশ ছিদ্র হয়। তারপরও সেই ছিদ্র নিয়ে বিমানটি গতিপথ পরিবর্তন করে মুম্বাই অবতরণ করে।

এছাড়া গত এপ্রিলে মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের জানালা ভেঙে যায়। ওই ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছিলেন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
কান্না থামছেই না পরিণীতির
মক্কা-মদিনায় ঈদের নামাজ পড়াবেন যারা
X
Fresh