• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৮, ১২:০৩
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় আবারও আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির পূর্ব জাভার বালি দ্বীপ এবং ওয়েস্ট নুসা তেনগ্গারা প্রদেশের লোম্বোক দ্বীপে ভূমিকম্পটির আঘাতে একটি শিশুসহ কমপক্ষে তিনজন মারা গেছেন।

স্থানীয় সময় বুধবার দিনগত রাত একটা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থার(বিএমকেজি) বরাত দিয়ে জানিয়েছে ‘দ্য জাকার্তা পোস্ট’।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা(বিএনপিবি) তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মৃতদের মধ্যে শিশুটির বয়স সাত বছর এবং এক নারীর বয়স ৫৫ বছর। অপর জনকে শনাক্ত করা যায়নি।

বিএনপিবি’র মুখপাত্র সুতোপো নুগরোহো এক বিবৃতিতে বলেন, একটি ভবনে ঘুমিয়ে ছিলেন মৃতরা। হঠাৎ ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। তাই তারা পালিয়ে নিজেদের রক্ষা করতে পারেনি।

জানা গেছে, সুমেনেপ রিজেন্সির বেশ কয়েকটি বসতবাড়ি এবং কমপক্ষে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাতে দুই হাজারেরও বেশি মানুষ মারা যান।

আরও পড়ুন :

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
X
Fresh