• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মোদির এক ভাই দোকানদার, আরেকজন অটোরিকশা চালক’

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ অক্টোবর ২০১৮, ১৮:১৪
নরেন্দ্র মোদি এবং বিপ্লব কুমার দেব। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে নেয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভাই মুদি দোকানদার ও আরেকভাই অটোরিকশা চালক বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

গত শনিবার আগরতলায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিকাল স্ট্রাইক অপারেশনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পরাক্রম পর্ব’ অনু্ষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তবু তার ভাইদের এই অবস্থা। বৃদ্ধা মাকেও প্রধানমন্ত্রীর বাসভবনে রাখেন না তিনি। তার মা ১২০ বর্গফুটের একটা বাসায় থাকেন। সারাবিশ্বে এমন প্রধানমন্ত্রী আর আছে কি?

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, আমিও একজন গরিব পরিবারের সদস্য। প্রতিজ্ঞা করছি আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরা একটি আদর্শ রাজ্যে পরিণত হবে।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh