• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিপিন্সে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৯
ফিলিপিন্সের একটি গণমাধ্যম থেকে নেয়া

ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় বেনগুয়েত এবং মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৪ হয়েছে।

সোমবার দেশটির গণমাধ্যম দ্য ম্যানিলা টাইমস জানায়, ‘ওমপোং’ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে বেনগুয়েতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। এছাড়া ৩৫ জন এখনও নিখোঁজ আছে।

বেনগুয়েত’র প্রাদেশিক পরিচালক এবং পুলিশ সুপার লিন্ডন মেনচিও বলেন, মৃতদেহগুলোর ৭০টি ইতোগোন শহর থেকে উদ্ধার করা হয়েছে।

দ্য ম্যানিলা টাইমস জানিয়েছে, ৭৫টি মৃতদেহের ৫১টিই উদ্ধার করা হয়েছে উকাব নামের একটি গ্রাম থেকে। নিখোঁজদের মধ্যে ১৭ জন এই গ্রামেরই বাসিন্দা।

সার্চ রেসকিউ অ্যান্ড রিট্রিয়েভাল ক্লাস্টার’র প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল লিওপোলদো ইমব্যাং এক বিবৃতিতে বলেন, নিখোঁজদের উদ্ধার করতে ২০০ মিটার পর্যন্ত মাটি সরিয়ে ফেলতে হবে।

এদিকে সেবুর নাগা সিটিতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে বলে জানিয়েছে দেশটির আরেকটি গণমাধ্যম র‌্যাপলার।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাগা সিটি পুলিশ স্টেশন জানায়, কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তবে এখনও কতজন নিখোঁজ আছে তা স্পষ্ট নয়। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

ভূমিধসে তিনান গ্রামের ২০টি বাড়ি এবং নালাদ গ্রামের ৪টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ডিপার্টমেন্ট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট’র তথ্য অনুসারে ভূমিধস কবলিত প্রায় ৯০০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন :

কে/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অরুন্ধতী
অবন্তিকার মৃত্যু : তথ্য চেয়ে তদন্ত কমিটির বিজ্ঞপ্তি
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু
X
Fresh