• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কানাডায় অনুষ্ঠিত হলো নারী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪

প্রথমবারের মতো কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হলো নারী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। গত শুক্র ও শনিবার দুইদিনব্যাপী এই সম্মেলনে এক হয়েছিলেন বিশ্বের ১৭টি দেশের নারী কূটনীতিকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন- কানাডা, আন্দোরা, বুলগেরিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, ডোমিনিকান রিপাবলিক, ঘানা, গুয়েতেমালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, কেনিয়া, নামিবিয়া, পানামা, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, সেন্ট লুসিয়া ও সুইডেন।

সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন- ‘এ সম্মেলন ঐতিহাসিক। এটি নারীর ভূমিকার গুরুত্বকে তুলে ধরা এবং বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজিত হয়। কেননা নেতৃত্বে নারীর অংশগ্রহণই নারীর অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারে।’

এদিকে নারী কূটনৈতিকরা এ সম্মেলনের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দেন।

কূটনৈতিকদের আলোচনায় প্রাধান্য পায় যৌন হয়রানি প্রতিরোধ, গণতান্ত্রিক সমৃদ্ধি, লিঙ্গ বৈষম্য ও সহিংসতা রোধ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি-বিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি বলেন- ‘আমরা একটি বীজ বপন করেছি এবং এটি বেড়ে উঠছে। আর আমি বিশ্বাস করি, এ গাছ একদিন ফুলে ফুলে ভরে যাবে।’

সম্মেলন শেষে তারা মন্ট্রিল পার্কে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী
‘ঘুমের ভেতর নারীর চেয়ে পুরুষ নাক ডাকে বেশি’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর ‘কোকা কোলা’
মার্কিন সংস্থার প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh