• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় কলেরায় ৯৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কলেরায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে ৯৭ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। খবর আল-জাজিরার।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) শনিবার জানিয়েছে, ইয়োবে ও বোর্নো প্রদেশে এখন পর্যন্ত তিন হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

অস্থিতিশীল বোর্নো প্রদেশে দুই সপ্তাহ আগে কলেরা ছড়িয়ে পড়ার ঘোষণা দেয়। বুধবার জাতিসংঘ জানায়, চলতি বছর শুরু হওয়ার পর এখন পর্যন্ত লেক চাঁদ অঞ্চলে ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওসিএইচএ সতর্ক করে দিয়ে বলেছে, বন্যা ও ভারী বর্ষণে কারণে ‘আদর্শ পরিবেশ পেয়ে কলেরার বিস্তার’ ঘটেছে।

তারা জানাচ্ছে, নাইজেরিয়ায় সবমিলিয়ে ২৪ হাজার কলেরা আক্রান্তের খবর পাওয়া গেছে। তাই এই রোগের বিস্তার ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

বর্ষাকালে লেক চাঁদ অঞ্চলে পানিবাহিত রোগের বিস্তার বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত স্যানিটেশন এবং ভূগর্ভস্থ পানির স্বল্পতা।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
X
Fresh