• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানে হামলায় রেভল্যুশনারি গার্ডের ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় রেভল্যুশনারি গার্ডের ১১ জন সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে শনিবারের এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর রয়টার্স, আল-জাজিরা, পার্সটুডের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের আটজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, দুইজন হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলাকারীরা প্যারেড প্রাঙ্গণে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থাটি।

ইরানের গণমাধ্যম হামলাকারীদের ‘তাকিফিরি বন্দুকধারী’ হিসেবে বর্ণনা করেছে। আগে এই গ্রুপটিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইসিল) হিসেবে বর্ণনা করতো ইরানি গণমাধ্যম।

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ উদযাপনে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল।

ইরানের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজ। এর আগে এই প্রদেশে তেল পাইপ লাইনে আরব বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছিল।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh