• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাত করতে কলকাঠি নাড়ছেন এমন খবর অস্বীকার করেছেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র আইনি কর্মকর্তা বলেছেন, ওই অভিযোগ ‘সঠিক নয় এবং প্রকৃতপক্ষে ভুল’। খবর বিবিসির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন এক বিবৃতিতে জানিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সত্য নয় এবং প্রকৃতপক্ষে ভুল।

তিনি বলেন, নামহীন প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রকাশ নিউজ নিয়ে আমি আর কোনও মন্তব্য করবো না। এ ধরনের নিউজ বিচার বিভাগের বিরুদ্ধে পক্ষপাতমূলক এবং ব্যক্তিগত সুবিধার জন্য এমনটা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউজে যে গোলমাল চলছে তা ফাঁস করতে প্রেসিডেন্টের কথাবার্তা গোপনে রেকর্ড করার পরামর্শ দিয়েছিলেন রোসেনস্টেইন।