• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইয়ামেনে শিশুরা জানে না পরের বেলা তাদের খাবার জুটবে কিনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে ইয়ামেনে জ্বালানি ও খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় অর্ধকোটি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।

যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠানটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিতসাগরের হুদাইদা বন্দর থেকে রসদ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে খাদ্যাভাব নজিরবিহীন পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে দেশটিতে নতুন করে আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকির মুখে আছে। এতে সব মিলিয়ে ৫২ লাখ শিশু চরম দুর্ভিক্ষঝুঁকিতে রয়েছে।

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী হেরে থরনিং জানান, ইয়েমেনে খাদ্য সংকট এতটা তীব্র যে লাখ লাখ শিশু জানে না, পরের বেলার খাবার তাদের জুটবে কি না। তিনি মনে করেন, এই যুদ্ধের কারণে জীবনশঙ্কার পাশাপাশি ক্ষুধা ও কলেরার মতো রোগের সঙ্গে নিত্যদিন লড়াই করে যেতে হচ্ছে শিশুদের।

হেরে থরনিং বলেন, ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি হাসপাতালে দেখি, শিশুরা এতোই দুর্বল যে তারা কাঁদতেও পারছে না।