• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই সাংবাদিকের কারাদণ্ডের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৪

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ১০০ জন ওই বিক্ষোভে অংশ নেয়। খবর আল-জাজিরার।

বিক্ষোভকারীরা এসময় ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও-কে সাজা দেয়ার নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের হাতে ‘হত্যা কোনও রাষ্ট্রীয় গোপনীয়তা নয়’ এবং ‘সত্য প্রকাশ কোনও অপরাধ নয়’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিল। এছাড়া ওই দুই সাংবাদিকের ছবি সম্বলিত কালো বেলুনও ওড়ায় তারা।

একজন বিক্ষোভকারী বলেন, আমরা খুবই রাগান্বিত। আমরা নতুন সরকারের আচরণে হতাশ। তাদের ধিক্কার জানাই।

এই বিক্ষোভের অন্যতম আয়োজক সাংবাদিক থার লুন জাউং হতেত বলেন, ‘নিজের কাজ করার জন্য’ ওই দুই সাংবাদিককে সাজা দেয়ায় মিয়ানমারে সংবাদপত্রের কণ্ঠরোধ হবে। সংবাদপত্রের স্বাধীনতা হারানোর অর্থ হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে উত্তরণের অগ্রযাত্রা থেমে যাওয়া।

ওই দুই সাংবাদিককে সাজা দেয়ায় বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে ওই দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে রয়টার্সের ওই দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের একটি আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ১০ জন রোহিঙ্গা গ্রামবাসীকে হত্যার অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh