• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বন্ধুকে বিয়ের উপহার ৫ লিটার পেট্রোল

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০

ভারতে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। গতকাল রোববারও দেশটির প্রশাসনিক ও বাণিজ্যিক রাজধানী দিল্লি ও মুম্বাইয়ে জ্বালানি তেলের বেড়েছে। এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৮১.৯১ রুপিতে ও মুম্বাইয়ে ৮৯.২৯ রুপিতে বিক্রি হয়েছে।

প্রতিদিনই ভারতে হু হু করে বাড়ছে পেট্রোল আর ডিজেলের দাম। তাই এর প্রভাব পড়েছে দেশটির মানুষের দৈনন্দিন জীবনেও।

তেমনই এক উদাহরণ দেখা গেল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। এক ব্যক্তি তার বন্ধুকে বিয়ের উপহার হিসেবে পাঁচ লিটার পেট্রোল দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নববিবাহিত দম্পতি অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন। এসময় তার বন্ধু তাকে একটি গ্যালনে করে পাঁচ লিটার পেট্রোল উপহার দেয়। এ নিয়ে খবরও প্রকাশ করে স্থানীয় ‘পুথিয়া থালাইমুরাই’ টেলিভিশন চ্যানেল।

এটি নিয়ে বেশ হাস্যরসও তৈরি হয়। কিন্তু তার বন্ধু ঠিকই খুশি মনে ওই উপহার গ্রহণ করেছেন।

এদিকে বন্ধুকে বিয়ের উপহার হিসেবে পেট্রোল দেয়া প্রসঙ্গে ওই যুবক বলেন, একটি ভোগ্যপণ্য হিসেবে পেট্রোল উপহার দেয়ার যোগ্য।

উল্লেখ্য, তামিলনাড়ুতে প্রতি লিটার পেট্রোল ৮৫.১৫ রুপিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই হঠাৎ করে দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ডলারের দাম কমছে।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh