• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পশ্চিম তীরের খান আল-আহমার গ্রামে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৫

পশ্চিম তীরের খান আল-আহমার নামের একটি বেদুইন গ্রামে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গ্রামটি ধ্বংস করে সেখানকার ১৮০ বাসিন্দাকে সরিয়ে দিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পাওয়ার পর শুক্রবার সেখানে সব রাস্তা বন্ধ করে দিলো দেশটির সেনাবাহিনী।

আব্দুল্লাহ আবু রহমা নামের এক স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তা তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, পূর্ব জেরুজালেম থেকে খান আল-আহমারে যাওয়ার সব রাস্তা বুলডোজার দিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তাটি খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন আবু রহমা।

খান আল-আহমার থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফউসেট জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা সেখানে ধাতু দিয়ে বেশ কয়েকটি অস্থায়ী গেট নির্মাণ করেছে, যেগুলো ইচ্ছামতো খোলা ও বন্ধ করা যায়।

মনে হচ্ছে এটা গ্রামটি ধ্বংস করার সবশেষ প্রস্তুতি বলেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলের পরিকল্পনা হলো গ্রামটি ধ্বংস করা এবং সেখানকার লোকদের সরিয়ে দেয়া। ফিলিস্তিনিরা এর তীব্র কঠোর সমালোচনা করছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

গত বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাস হয়েছে। এতে ইসরায়েলের খান আল-আহমার গ্রামটি ধ্বংস করা এবং এখানকার বাসিন্দা জোর করে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, খান আল-আহমারের বাসিন্দারা বেদুইন জাহালিন উপজাতি সদস্য। এর আগে ১৯৫০ সালে তাদেরকে নকিব (নেগেব) মরুভূমি থেকে বিতাড়িত করে ইসরায়েলি সেনারা। এখানে বসতি স্থাপনের আগেও তাদেরকে দুইবার স্থানান্তরিত হতে হয়।

গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরা’য় প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
X
Fresh