• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিয়া ইসলামকে ‘অপমান’ করায় ইরানে একটি সংবাদপত্র বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৮

শিয়া ইসলামকে ‘অপমান’ করার অভিযোগে একটি সংস্কারবাদী পত্রিকা বন্ধের নির্দেশ দিয়েছেন ইরানের শীর্ষ কৌঁসুলি। ইরানের ফার্স নিউজ জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতি হোসেন (রা.) এর পরিবারকে ‘অসম্মান’ করায় সেদায়েহ এসলাহাত পত্রিকা বন্ধের নির্দেশ দিয়েছেন মোহাম্মদ জাফর মোন্তাজেরি। খবর আল-জাজিরার।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, একজন নারীর পুরুষে রূপান্তরিত হওয়ার সার্জারি নিয়ে লেখা প্রতিবেদনের কারণে পত্রিকাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সেদায়েহ এসলাহাত পত্রিকা ’২২ বছর পর রুকাইয়া হলো মাহদি’ এই শিরোনামে প্রথম পাতায় একটি খবর প্রকাশ করে। আরবি মাসের প্রথম দিন ১ মহররম ওই খবর প্রকাশ করে পত্রিকাটি।

এরপরই মূলত পত্রিকাটি বন্ধের নির্দেশ দেয় ইরানি কর্তৃপক্ষ।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক চিঠিতে মোন্তাজেরি বলেন, ওই প্রতিবেদন ‘এই শোকের দিনগুলোতে বিক্ষোভের’ জন্ম দিয়েছে এবং সেদায়েহ এসলাহাত পত্রিকার সম্পাদককে সাজা দেয়ার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, হোসেন (রা.) এর মেয়ের নাম ছিল রুকাইয়া। আর শিয়া ইসলাম মতে, মাহদি ১২তম শিয়া ইমাম যিনি নবম শতকে বসবাস করতেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-র সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৬৪তম।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh