• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৮
আহত শিশুকে নিয়ে দৌঁড়াচ্ছে এক ফিলিস্তিনি

অধিকৃত গাজা উপত্যকায় এক শিশু ও দুই ফিলিস্তিনিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয় ওই তিন ফিলিস্তিনি। খবর পার্সটুডের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল নিহত হয়েছে। তার মাথায় গুলি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা আরও জানিয়েছেন, আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে বিক্ষোভ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২১ বছর বয়সী মোহাম্মাদ শাকুরা। এছাড়া রাফায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী হানি রামজি আফানা।

এছাড়া বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।