• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতারে হয়রানির আশঙ্কায় বাংলাদেশি শ্রমিকরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০

কাতারে অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন সংস্কারে উৎফুল্ল হওয়ার কথা বাংলাদেশি শ্রমিক শরীফের। কিন্তু তিনি মনে করছেন, নতুন আইনে তাকে হয়রানির সুযোগ থেকেই যাচ্ছে। পুরো নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ২২ বছর বয়সী শরীফ রয়টার্সকে বলেন, মালিকের বিরুদ্ধে অভিযোগ করাটা ঠিক হবে না। কারণ, তাহলে কোম্পানি আমাকে চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দিতে পারে।

তিনি বলেন, যদি আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, তাহলে আমার পরিবারকে সাহায্য করার জন্য কেউ টাকা দেবে না। খবর ডয়েচে ভেলের।

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই সে দেশে অভিবাসী শ্রমিকদের হয়রানির বিষয়টি শিরোনামে এসেছে। বিষয়টি নিয়ে অব্যাহত চাপের মধ্যে গত বছর শ্রমিকদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশটি।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে সাময়িকভাবে মাসিক ন্যূনতম বেতন ৭৫০ রিয়াল (২০০ ডলার) এবং অভিবাসী শ্রমিকদের সমস্যার সমাধানে একটি কমিটি করা। এছাড়া বিদেশি শ্রমিকদের দেশত্যাগের জন্য চাকরিদাতার অনুমতি নেয়ার বাধ্যবাধকতা তুলে নেয়া।