• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে পিএলও দপ্তরের কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২
ওয়াশিংটনে পিএলও মিশন (ফাইল ছবি)

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনীতিক মিশনের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনের ওপর চাপ দিতে সোমবার ওই মিশন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর টাইমস অব ইসরায়েলের।

গেল ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ওয়াশিংটনে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) মিশনের প্রধান হুসাম জমলুত এক ফেসবুক ভিডিওতে বলেন, আজ (বৃহস্পতিবার) কার্যক্রম স্থগিত করার শেষদিন।

ফিলিস্তিনি মিশন বন্ধ করে দিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে জমলুত এটিকে ‘দুর্ভাগ্যজনক এবং প্রতিশোধপরায়ণ’ হিসেবে উল্লেখ করেছেন।