• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ফ্লোরেন্সের আঘাতে মা-শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৯

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া গাছপালা উপড়ে পড়াসহ বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ। খবর বিবিসির।

নিহত পাঁচজনই উত্তর ক্যারোলাইনার বাসিন্দা। উইলমিংটনে একটি বাড়ির ওপর গাছ পড়ে গেলে এক নারী ও শিশু সন্তানের মৃত্যু হয়। এছাড়া আহতাবস্থায় ওই শিশুর বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে।

লেনর কাউন্টিতে সত্তরোর্ধ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর হ্যাম্পস্টেড শহরে একজন নারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার সকালে ক্যাটাগরি-১ এর এই হারিকেনটি উত্তর ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আছড়ে পড়ে।

আবহাওয়ার পূর্বাভাসে হারিকেন ফ্লোরেন্সকে ক্যাটাগরি-১ এ নামিয়ে আনা হলেও প্রাণঘাতী ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া ব্যবস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে বাতাস বইবে বলেও তারা ধারণা করছেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, হারিকেনটি এখন ক্রান্তীয় ঝড়ের মাত্রার হলেও এটি খুবই বিপজ্জনক কেননা এটির প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

হারিকেন ফ্লোরেন্সের গতিপথ

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনই টানা বৃষ্টি হতে পারে। জাতীয় আবহাওয়া সার্ভিসের আবহাওয়াবিদ ব্র্যান্ডন লকলিয়ার বলেছেন, উত্তর ক্যারোলাইনায় দুই থেকে তিন দিনে প্রায় আট মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে।

এদিকে উত্তর ক্যারোলাইনার কিছু অংশে ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়েছে।

উত্তর ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, হারিকেনটি ‘আগামী কয়েক দিন অঙ্গরাজ্যজুড়ে ভয়াবহ সহিংস আঘাত’ অব্যাহত রাখতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন ঘণ্টায় মাত্র তিন মাইল বেগে দক্ষিণ ক্যারোলাইনার পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে হারিকেনটি।

অন্যদিকে উত্তর ক্যারোলাইনার কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেন ফ্লোরেন্সের আঘাতে প্রায় আট লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তারা জানাচ্ছে, বিদ্যুৎ সংযোগ ঠিক করতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

২০ হাজারের বেশি মানুষ উত্তর ক্যারোলাইনার জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে হারিকেনের গতিপথে যারা আছেন তাদেরকে ঘর থেকে বের না হতে সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা।

এর আগে হারিকেন ফ্লোরেন্সকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাজুড়ে প্রায় ১৭ লাখ মানুষকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh