• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৩
ফাইল ছবি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা দেশটিতে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ওয়ার্কার্স পার্টির নেতা গ্লেইসি হফম্যান পুলিশ সদরদপ্তরের বাইরে এই ঘোষণা দেন। খবর বিবিসির।

সাবেক এই প্রেসিডেন্টের মুক্তির দাবিতে পাঁচ মাস ধরে কারাগারের বাইরে তাঁবু গেড়ে অপেক্ষারত তার সমর্থকদের উদ্দেশ্যে লুলার লেখা চিঠি পড়ে শোনানো হয়।

২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা লুলা তার চিঠিতে লিখেন, তিনি আগামী ৭ অক্টোবরের নির্বাচনে অংশ নিচ্ছেন না।

ওই চিঠিতে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ফার্নান্দো হাডাডের নামও ঘোষণা করেন। সাবেক শিক্ষামন্ত্রী হাডাড ব্রাজিলে খুব একটা সুপরিচিত নন। তবে সাও পাওলোর সাবেক এই মেয়র সেখানে খুবই জনপ্রিয়।

একটি নির্বাচনী সমাবেশে চরম-ডানপন্থী প্রার্থী ছুরিকাঘাতে আহত হওয়ার পর ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এ ধরেনের ঘোষণা এলো।

চিকিৎসকরা জানিয়েছেন, একজন মাত্র দুর্বৃত্তের হামলায় আহত ৬৩ বছর বয়সী জাইর বলসোনারোর বড় একটি সার্জারি করতে হবে।

দুর্নীতির দায়ে সাজা হওয়ায় প্রায় দুই সপ্তাহ আগে লুলা প্রার্থিতা আটকে দেয় ব্রাজিলের শীর্ষ নির্বাচনী আদালত।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে ১২ বছর কারাদণ্ড ভোগ করছেন ৭২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
নির্বাচনের আগেই উত্তপ্ত এফডিসি
ফের পীরজাদা হারুনকে বয়কটের সিদ্ধান্ত
X
Fresh