• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোচ্ছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৮
সুইডেনের রাজধানী স্টকহোমে উল্লাস করছে সোশ্যাল ডেমোক্রেট সমর্থকরা। তবে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি।

সুইডেনে রোববারের সাধারণ নির্বাচনে কোনও জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে নির্বাচনে অভিবাসনবিরোধী জোট অনেকটা ভালো করায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি। খবর বিবিসি, আল-জাজিরার।

এখনও কিছু ভোট গণনা বাকি আছে। তবে সোমবার সবশেষ ফল অনুযায়ী সামান্য ভোটে মধ্য-ডানপন্থী জোটের চেয়ে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থী জোট। উভয় জোটই ৪০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে।

এদিকে জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্রেটস (এসডি) পার্টি এই নির্বাচনে প্রায় ১৮ শতাংশ ভোট পেয়েছিল। এই দলটি গেলো নির্বাচনে ১২.৯ শতাংশ ভোট পেয়েছিল।

তাই সরকার গঠনের জোট ছাড়া বিকল্প নেই। কিন্তু প্রধান দুই জোট এসডির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও এসডি পার্টির নেতা বলেছেন, তিনি সব দলের সঙ্গেই কথা বলতে প্রস্তুত আছেন।