• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজীব গান্ধী হত্যা মামলার আসামিদের মুক্তির সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার সাত আসামিকে মুক্তি দিতে সুপারিশ করবে তামিলনাড়ুর মন্ত্রিসভা।

ভারতের সংবিধানের ১৬১ ধারা অনুসারে রাজ্যপালের কাছে এই সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঘোষণা করেন রাজ্যটির মৎস্যমন্ত্রী ডি জয়কুমার।

রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলনিস্বামীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই ঘোষণা দেন জয়কুমার। তিনি বলেন, রাজ্যপাল রাজ্যের নির্বাহী কর্তৃপক্ষ। তাই তিনিই সরকারের সিদ্ধান্ত কার্যকর করবেন।

রাজীব হত্যা মামলার আসামি নলিনী শ্রীহরন, মুরুগান ওরফে শ্রীহরন, এ জি পেরারিবলন, রবার্ট পায়াস, রবিচন্দ্রন, সন্থন ও জয়কুমার ইতোমধ্যে ২৭ বছর কারাদণ্ড ভোগ করেছেন।