• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লিবিয়ার জাতীয় তেল করপোরেশনে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫
ত্রিপোলির এনওসি ভবনে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

লিবিয়ার ত্রিপোলিতে জাতীয় তেল করপোরেশন (এনওসি)-র সদরদপ্তরে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়েছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সেখান থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরার।

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল সালাম আসোর বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সোমবার ছয়জন বন্দুকধারী ভবনটিতে হামলা চালিয়েছে এবং কয়েকজনকে জিম্মি করেছে।

আসোর বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর প্রবেশ করবে এবং জিম্মিদের উদ্ধার করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা ভেতর প্রবেশ করার পর কমপক্ষে একটি বড় ধরনের বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। পরে ভবনে আগুন লেগে যায় এবং তা নিচের ফ্লোরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।