• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে বাস উল্টে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে শনিবার একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সেটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর জিও টিভি, ডেইলি মেইলের।

কর্মকর্তারা বলছেন, কান্দাহার প্রদেশের জেরাই জেলা এই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল বশির খাকসার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

কান্দাহার গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আজিজ আজিজি বলেছেন, সকাল ৬টায় যখন এই দুর্ঘটনা ঘটে তখন ওই ট্রাকটি পার্ক করা ছিল।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনায় উল্টে যাওয়া ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, বাসটি পার্শ্ববর্তী হেলমান্দ প্রদেশ থেকে কান্দাহার আসছিল।

এদিকে আজিজি বলছেন যে, ওই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

অন্যদিকে হতাহতদের মধ্যে কতজন বাসের যাত্রী সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, জরাজীর্ণ সড়ক ও ট্র্যাফিক আইন না মানার কারণে আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা
সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা আফগানিস্তানের
আবারও আফগানিস্তান সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার
X
Fresh