• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অত্যাধুনিক সামরিক অস্ত্র কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সামরিক যোগাযোগ নিশ্চিত করতে একটি চুক্তিতে সই করেছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে মার্কিন সেনাবাহিনীর স্পর্শকাতর অস্ত্রশস্ত্র কিনতে দিল্লির জন্য দরজা খুলে গেল। খবর আল-জাজিরার।

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার মার্কিন ও ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার এক বৈঠকের পর ওই চুক্তি সই হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

চুক্তি সই অনুষ্ঠানে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা জানান, যে অগ্রগতি হয়েছে তাতে উভয় পক্ষই সন্তুষ্ট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ‘কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি চুক্তি’কে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের একটি ‘মাইলস্টোন’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীতারমন বলেছেন, এই চুক্তির ফলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধি পাবে।