• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকের এই ঘটনায় বন্দুকধারীসহ নিহত হয়েছেন অন্তত ৪ জন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। খবর চ্যানেল নিউজ এশিয়া, আল-জাজিরা।

সিনসিনাটি পুলিশ বিভাগ এক টুইট বার্তায় বলেছে, ব্যস্ততম জায়গা হিসেবে চিহ্নিত শহরের ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ গোলাগুলি হয়। এতে তিন বেসামরিক লোক নিহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্ত করছে।

ওহাইও গভর্নর জন ক্যাসিচ টুইটারে বলেন, বৃহস্পতিবার সকালে সিনসিনাটি রাস্তায় বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।

সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক বলেন, ব্যাংকের লবিতে প্রবেশ করার আগে বন্দুকধারী এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে গুলি লেগে তিন জন সাধারণ মানুষের মৃত্যু হয় এবং আরও ৫ জন মারাত্মক আহত হন। আমাদের অফিসার ও বন্দুকধারীর মধ্যে গোলাগুলির একপর্যায়ে তিনি নিহত হন।