• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পুলিশ-দমকলের গাড়ি-অ্যাম্বুলেন্স দেখলে গতি কমাতে হবে যে দেশে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৮

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সড়কে নতুন এক নিয়ম চালু করেছে। নতুন নিয়মানুযায়ী রাস্তায় পুলিশ ও দমকল বাহিনী গাড়ি এবং অ্যাম্বুলেন্সের জরুরি গাড়ি দেখলে গতি কমাতে হবে অন্যান্য মোটরযান চালকদের। খবর নিউজ ডট কমের।

গেল শনিবার থেকে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এই নতুন নিয়ম চালু করেছে নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ। এসময় ট্র্যাফিক ও সড়ক নিরাপত্তার ওপর কী প্রভাব পড়ে সেটি পুলিশের সঙ্গে মিলে মনিটর করবে তারা।

কর্তৃপক্ষ জানাচ্ছে, নীল ও লাল ফ্লাশ লাইট প্রদর্শনকারী এসব গাড়ি রাস্তায় চললে অন্যান্য মোটরযানের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটারে নামিয়ে আনতে হবে।

জরুরি পরিস্থিতিতে জরুরি গাড়ি ছাড়াও ওই এলাকার পথচারীদের জন্যও গতি কমাতে বলা হয়েছে এই নতুন নিয়মে।