• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্রাজিলে ২০০ বছরের পুরনো জাদুঘরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৬

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অবস্থিত ২০০ বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই জাদুঘরের সংগ্রহে রয়েছে দুই কোটি নিদর্শন। গতকাল রোববার (২ সেপ্টেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, হিন্দুস্থান টাইমস।

জাদুঘরটি একসময় পর্তুগিজ রাজকীয় পরিবারের আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হতো। গত বছর বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানটি ২০০ বছর পূর্তি উদযাপন করে।

ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় জাদুঘরটি বন্ধ করে দেয়ার পর আগুনের সূত্রপাত হয়।

দেশটির প্রেসিডেন্ট মাইকেল টিমার এক টুইট বার্তায় শোক প্রকাশ করে লেখেন, এটা সব ব্রাজিলিয়ানদের জন্য শোকের দিন। ২০০ বছরের কাজ, গবেষণা ও জ্ঞান নষ্ট হয়ে গেলো।
-------------------------------------------------------
আরও পড়ুন : মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের জেল
-------------------------------------------------------

তিনি আরও বলেন, ভবনের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদের ইতিহাসকে পরিমাপ করা যাবে না।

ব্রাজিলের টেলিভিশন সাক্ষাৎকারে জাদুঘরটির পরিচালক এই ঘটনাকে ‘সাংস্কৃতিক ট্রাজেডি’ হিসেবে আখ্যা দেন।

লাইব্রেরিয়ান ভারগাস দা সিলভা বলেন, অনেক জিনিস খুব দ্রুত পুড়ে গেছে। বিশেষ করে কাগজের নথিগুলো।

জাদুঘরটির ওয়েবসাইটে বলা রয়েছে, পুরনো প্রতিষ্ঠানটিতে ব্রাজিল ছাড়াও মিশরীয় শিল্পকর্ম ও অন্য দেশের ইতিহাসের অনেক কিছুই সংরক্ষিত রয়েছে। প্রাকৃতিক ইতিহাস সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য- ডাইনোসরের হাড় ও ১২ হাজার বছরের পুরনো নারীর কঙ্কাল। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ফসিলও জাদুঘরটিতে সংরক্ষিত আছে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
X
Fresh