• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ২ শিশুসহ অন্তত ৬জন। জঙ্গি সংগঠন আল শাবাবের এই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। রোববার সেন্ট্রাল মোগাদিসুর হাওয়াডাগ জেলার এক সরকারি কার্যালয় লক্ষ্য করে এ আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালানো হয়। খবর রয়টার্স , টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ান।

বিস্ফোরণে সেই সরকারি কার্যালয়টিসহ তার বিপরীত দিকে থাকা একটি মাদরাসা ও আশেপাশের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে।

গাড়ি বোমা বিস্ফোরণের সময় সরকারি কার্যালয়টির সামনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকলেও সে সময়ে বিরতি চলার কারণে শিক্ষার্থীদের ভিড় ছিল না।

জঙ্গি সংগঠন আল শাবাব এক বিবৃতিতে এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
নাবিকদের উদ্ধারে যেভাবে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh