• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় তিন সেনাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪০
হামলায় মসজিদের ছাদ উড়ে যায়

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি অফিসে আত্মঘাতী হামলার পার্শ্ববর্তী একটি স্কুল ধসে পড়েছে। পুলিশ জানাচ্ছে, এ ঘটনায় তিন সেনাসদস্যসহ পাঁচ নিহত হয়েছেন। আর ছয় শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আফ্রিকা নিউজের।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিস্ফোরণে নিকটবর্তী ঘরবাড়ি এবং একটি মসজিদের ছাদও উড়ে যায়। তারা বলেন, রাজধানীর একটি ব্যস্ত সড়কে গাড়ি তল্লাশির সময় ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহি হুসেইন বলেছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী হাউলওয়াডাগের জেলা অফিসে গাড়ি ঢুকিয়ে দেয়।

তিনি বলেন, এ ঘটনায় পথচারীসহ আরও অনেকে আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন হুসেইন।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব গ্রুপ রোববারের এই হামলার দায় স্বীকার করেছে। মোগাদিসুতে প্রায়ই হামলা চালিয়ে থাকে আল-শাবাব গোষ্ঠী। তবে সাম্প্রতিক সময়ে তুলনামূলক শান্ত ছিল মোগাদিসু।

সোমালিয়ায় ১৯৯১ সালে সেনা সরকারকে উৎখাতের পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা ও সহিংসতা বিরাজ করছে। মোহাম্মদ সিয়াদ বাররেকে উৎখাতের পর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
নাবিকদের উদ্ধারে যেভাবে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের মুক্তি নিয়ে সুখবর
X
Fresh