• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গরুর গুঁতায় আইসিইউ’তে বিজেপি সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭

গরুর গুঁতায় পাঁজর ভেঙে যাওয়ায় ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সাংসদ লিলাধর বাঘেলাকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

ভারতের গুজরাট রাজ্যের পাটান জেলা থেকে নির্বাচিত হওয়া এই লোকসভা সাংসদ তার গান্ধিনগরের সেক্টর ২১ এর বাসার বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। এসময় একটি গরু তার দিকে তেড়ে এসে তাকে গুঁতা মারে।

দ্রুতই তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে আইসিইউ ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছে, ৮৩ বছর বয়সী বাঘেলা তার পাঁজর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার আগে বাঘেলা গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাঘেলার পরিবারের সদস্যদের বরাত দিয়ে তার পাঁজরের দুটি হাড় ভেঙে যাওয়া এবং মাথায় আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গান্ধিনগরের স্থানীয় সংবাদ মাধ্যম।

আরও পড়ুন :

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
গুজরাটকে সহজ লক্ষ্য দিলো পাঞ্জাব
X
Fresh