• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ম্যাককেইনের শেষকৃত্যানুষ্ঠানে সারাহ পলিন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ আগস্ট ২০১৮, ১১:০২
১০ বছর আগে পলিনকে রানিং মেট হিসেবে ঘোষণা করেন ম্যাককেইন

আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনকে জন ম্যাককেইনের শেষকৃত্যানুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, পারিবারিক একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাককেইনের রানিং মেট পলিনকে শেষকৃত্যানুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ পলিনের একটি ‘পারিবারিক সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, ম্যাককেইন পরিবারের প্রতি সম্মানার্থে এই মুহূর্তে আমাদের কিছুই বলার নেই। পরিবারের একজন প্রতিনিধি বুধবার বলেন, পলিন পরিবার ম্যাককেইনের সঙ্গে বন্ধুত্ব সবসময় সযত্নে পুষে রাখবে এবং স্মৃতিগুলোকে কখনও ভুলবে না।

ম্যাককেইনের মৃত্যুর পর জোড়া টুইট করেন পলিন। এক টুইটে সাবেক রানিং মেটকে ‘একজন খাঁটি দেশপ্রেমিক ও যোদ্ধা’ উল্লেখ করে বলেন, তিনি সবসময় নিজের বিশ্বাসের প্রতি অটল থেকেছেন।

আরেক টুইট বার্তায় পলিন লিখেন, জন ম্যাককেইন আমার বন্ধু ছিল। আমি ভালো সময়গুলো মনে রাখবো। সিন্ডি ও ম্যাককেইন পরিবারের প্রতি আমি এবং আমার পরিবার প্রার্থনা করছি।