• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে এরদোয়ানের মূর্তি অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ আগস্ট ২০১৮, ০৯:৫৫
প্রেসিডেন্ট এরদোয়ানের এই মূর্তিকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়

জার্মানির একটি শহর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের একটি মূর্তি সরিয়ে নেয়া হয়েছে। সমর্থক এবং সমালোচকদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির পর এরদোয়ানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের মূর্তিটি সরিয়ে নেয় ভিসবাডেন শহরের কর্তৃপক্ষ। খবর বিবিসির।

একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে "তুর্কি হিটলার" লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।

ভিসবাডেন ফেস্টিভ্যালের এবারকার থিম ‘ব্যাড নিউজ’ বা দুঃসংবাদ। আয়োজকরা বলছেন, সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোয়ানের মূর্তিটি তৈরি করেছিলেন।

কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোয়ানের সমর্থক এবং বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।