• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে একমাসে ১০ হাজার বিয়ে, পাঁচ হাজার তালাক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ আগস্ট ২০১৮, ১৮:৩৪

সৌদি আরবে গত শাওয়াল মাসে ১০ হাজার বিয়ে এবং পাঁচ হাজার তালাক হয়েছে বলে সৌদি বিচার মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির গণমাধ্যম আল-হায়াতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

একমাসে এতো অধিক সংখ্যক তালাকের বিষয়ে দেশটির দাম্পত্যবিষয়ক পরামর্শক মোহাম্মেদ দাইফুল্লাহ আল-কুরানি বলেন, বৈবাহিক সম্পর্ককে অবমূল্যায়ন, দায়িত্বের প্রতি অবহেলা এবং গভীর রাত পর্যন্ত স্বামীদের বাসার বাইরে থাকাসহ অনেক কারণেই তালাকের সংখ্যা বাড়ছে।
-------------------------------------------------------
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প
-------------------------------------------------------

এছাড়া মেয়েদের বাকস্বাধীনতা, চলা ফেরার স্বাধীনতা, বাসার কাজ ফেলে রেখে মোবাইল ফোনে অনেক সময় ব্যয় করা এবং স্বামী-স্ত্রীর বিষয়ে আত্মীয় ও আশেপাশের লোকদের হস্তক্ষেপের কারণে তালাকের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, আল-ইমাম মুহাম্মাদ ইবন সৌদ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও সমাজসেবা বিভাগের শিক্ষক খালিদ আল-নাকিয়াহ বলেন, সৌদি সমাজের ভিত্তিকে অবমাননা এবং অশ্রদ্ধা করার জন্য এমন অবস্থা হয়েছে। বিয়ের আগে ছেলেমেয়েদেরকে স্বামী-স্ত্রীর বন্ধনের বিষয়ে সচেতন করতে হবে।

এছাড়া, কাউকে জোর করে বিয়ে দেয়া এবং স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তালাকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দেশটির শিশুশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হানি আল-আবদেল কাদের বলেন, বাল্যবিয়ের কারণেই তালাকের সংখ্যা বাড়ছে। তাই বিয়ের ক্ষেত্রে শারীরিক ও মানসিক পরিপক্বতা নিশ্চিত হতে হবে। এই পরিপক্বতাই বৈবাহিক সুখ এবং পারিবারিক স্থায়িত্বের মূল চাবিকাঠি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
X
Fresh