• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ভিডিও গেম টুর্নামেন্টে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ আগস্ট ২০১৮, ০৮:৩৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি বিনোদন কমপ্লেক্সে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বন্দুকধারী গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে। গুলিবর্ষণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। ‘জ্যাকসনভিল ল্যান্ডিং’য়ে একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলার সময় রোববার এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি, প্রেসটিভি।

পুলিশ জানায়, বন্দুকধারী ২৪ বছরের ডেভিড কাটয। ডেভিড কাটয শুধুমাত্র একটি হ্যান্ড গান নিয়ে এই হামলা চালিয়েছে। গুলিবর্ষণ শেষে ঘাতক আত্মহত্যা করেছেন।

পুলিশ আরও জানায়, হামলার ঘটনায় অন্য কেউ জড়িত ছিল না।

-------------------------------------------------------
আরও পড়ুন: আফগানিস্তানের আইএস প্রধানকে হত্যার দাবি
-------------------------------------------------------

ভিডিও গেমে অংশ নিয়ে হেরে যাওয়ার পর এক ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে বলে স্থানীয় গণমাধ্যম প্রাথমিকভাবে যে খবর দিয়েছিল পুলিশ তা অস্বীকার করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে। ২০১৬ সালে অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরের একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ৪৯ জন নিহত হন। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডের একটি স্কুলে বহিষ্কৃত এক ছাত্রের গুলিতে ১৭ শিক্ষার্থী নিহত হন।

আরও পড়ুন :

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh