• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সে মা-বোনকে হত্যা করলো যুবক, দায় স্বীকার আইএস’র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ২১:১২

ছুরি দিয়ে মা-বোনকে খুন করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের ট্র্যাপিস শহরে। এই হামলায় হামলাকারীর মা-বোন ছাড়াও আহত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব। খবর রয়টার্স, ন্যাশনাল পোস্ট, এনডিটিভি।

এ নিয়ে জেরার্ড কলম্ব এক টুইট বার্তায় বলেন, ঘটনায় নিহত ও তাদের স্বজনদের কথা ভেবে খারাপ লাগছে। বিস্তারিত তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

এই ঘটনার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

এদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে এর স্বপক্ষে তারা কোনও প্রমাণ দেয়নি তারা। নিহতরা হামলাকারীর মা ও বোন- এ বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই আইএস এ বিবৃতি দেয়।

হামলার কারণ কি এবং হামলাকারীর পরিচয় সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। প্রায় ত্রিশ হাজার মানুষের বসবাস এই ট্র্যাপিস শহরে।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় প্রায় দেড়শ মানুষের প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
মাধবদীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু
X
Fresh