• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরপারে বর্ষীয়ান ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ১১:৩৪

বিশিষ্ট ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার ভারতে দিল্লীর এক হাসপাতালে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

কুলদীপ নায়ার তার কলাম এবং প্রতিবেদনের জন্য খুবই বিখ্যাত ছিলেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানের শিয়ালকোটে। দেশভাগের পর তিনি ভারতে চলে আসেন। সাতচল্লিশে দেশবিভাগের আগে তিনি লাহোর থেকে আইনশাস্ত্রে স্নাতক পাস করেছিলেন। দীর্ঘকাল সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি নিয়মিত কলাম ও বই লিখে গেছেন। এছাড়াও তিনি ভারতের হয়ে ১৯৯০ সালে ব্রিটেনে হাই কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজ্যসভায় নির্বাচনে মনোনীত হয়েছিলেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : মাদক উৎপাদনে ‘দ্বিতীয় কলম্বিয়া’ হয়ে উঠছে মিয়ানমার
-------------------------------------------------------

২০১২ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে তিনি দেশবিভাগের ফলে দুই দেশের মানুষের বিশ্বাসের মাঝে যে চিড় ধরেছে সেটা তুলে ধরেছিলেন।

তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৭৫ সালে জরুরি অবস্থা কাভার করেছিলেন।

আনজামের এক তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করা কুলদীপ নায়ার ইউএনআই সংবাদ সংস্থার প্রধান হিসেবে তার কর্মজীবন শেষ করেন। জীবদ্দশায় তার ১৫টির মতো বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুতে সারা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন :

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh