• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলার উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৮, ১২:১০

ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প দেশটির উত্তর উপকূলে আঘাত হেনেছে। ভূমিকম্প উপলক্ষে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এক্সপ্রেস ইউকে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ভেনিজুয়েলার উপকূলবর্তী শহর ইরাপায় এ ভূমিকম্পের মাত্রাটি রেকর্ড করে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল থেকে ৬২২ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কারাকাস থেকে অনুভূত হয় বলে জানা গেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২৩ কিলোমিটার।

প্রতিবেদনে জানা যায়, এ উপলক্ষে পার্শ্ববর্তী গুইরিয়া শহর থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছিল।

-------------------------------------------------------
আরও পড়ুন :মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুন
-------------------------------------------------------

প্রাথমিক অবস্থায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে এ সতর্কতা তুলে নেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায় ভূমিকম্পটি মাতুরিন এলাকার ভবনগুলোকে ভয়ানকভাবে নাড়াচ্ছিল এবং মানুষ আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করছিল।

সেখানকার কিউমানা এলাকার এক আশ্রয়কেন্দ্রে অবস্থান করা এক প্রত্যক্ষদর্শী জানায়, ভূমিকম্পে একটি শপিং সেন্টারের লিফট ছিঁড়ে পড়ে অনেকে গুরুতর আহত হয়েছে। স্থানীয় দমকলবাহিনীর ক্যাপটেন জন বুকেট জানান, প্রাথমিক অবস্থায় কোনও হতাহত কিংবা বিশাল কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর লুই রেভেরল এক টুইট বার্তায় বলেন, ভেনেজুয়েলার আপামর জনসাধারণকে শান্ত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন :

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, জনজীবনে অস্বস্তি
X
Fresh