• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তুরস্ককে কোনও ছাড় না দেয়ার শপথ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ২২:৩৪
ফাইল ছবি

তুরস্ককে কোনও ছাড় না দেয়ার শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান।

তিনি বলেন, আমি মনে করি তারা একটি চরম ভুল করতে যাচ্ছে। তাদেরকে কোনও ছাড় দেয়া হবে না।

২০১৬ সালে আটক হওয়া তুরস্কে কাজ করা যুক্তরাষ্ট্রের ভিন্নমতাবলম্বী খ্রিষ্টান যাজক এন্ড্রু ব্রানসনকে আটক করা নিয়ে তিনি এ মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে জানা যায়। তুরস্ককে ছাড় না দেয়ার তার এই কঠিন সিদ্ধান্ত ইউরোপিয়ান এবং সম্ভাবনাময় বাজার অর্থনীতিতে আঘাত হানবে জেনেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন বলে জানান।

-------------------------------------------------------
আরও পড়ুন : চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শেষের কোনও সময়সীমা নেই: ট্রাম্প
-------------------------------------------------------

উল্লেখ্য, রিচার্ড ব্রানসন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কে বিগত ২০ বছর ধরে বসবাস করে আসছিলেন। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুথানের পর তিনি আজ অবদি সন্ত্রাসবাদের অভিযোগে আটক অবস্থায় আছেন।

ভিন্নমতালম্বী এই যাজকের আটক নিয়ে গত দুইবছর ধরে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পর তুরস্কের মুদ্রা লিরার মূল্যমান পড়ে গেছে বলে জানা গেছে।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
X
Fresh