• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শেষের কোনও সময়সীমা নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ২১:১৪

পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যযুদ্ধের আলোচনা নিয়ে ‘বেশি প্রত্যাশা’ করছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর স্কাই নিউজ।

রয়টার্সের সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শেষের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

তিনি বলেন, চীনের সাথে এই বাণিজ্য যুদ্ধ শেষ হতে বেশ সময় লাগবে। কারণ চীন অনেকদিন থেকেই যথেষ্ট ভালো করে যাচ্ছে এবং এতে তারা নষ্ট হয়ে গেছে। তারা এতোদিন এরকম সব মানুষের সাথে কারবার করেছিল যাদের নিজেদের কাজ সম্পর্কে কোনও ধারণাই ছিল না।

-------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরুর দায়ভার ঢাকার: সু চি
-------------------------------------------------------

এই দীর্ঘ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইরানের পরমাণু কর্মসূচি, উত্তর কোরিয়া এবং রবার্ট ম্যুলারের তদন্ত নিয়েও আলোচনা করেন।

ট্রাম্প জানান, তিনি ম্যুলারের তদন্তে নিজেকে জড়িত করতে চাননি কিন্তু তিনি চাইলেই জড়িত হতে পারতেন। এ সাক্ষাৎকারে তিনি সাবেক এফবিআই প্রধান জেমস কমিকে মিথ্যাবাদী বলেও অভিহিত করেন।

তিনি ইরানের সঙ্গে কোনও ধরনের সম্ভাব্য আলোচনা সম্পর্কে নাকচ করে দেন, তবে যদি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি তার সাথে দেখা করতে চায়, সেটা নিয়ে তার কোনও সমস্যা নেই।

তবে তিনি দীর্ঘ এ সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে অনেক আশাবাদী কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশই একে অপরের পণ্যের উপর শত কোটি ডলারের আমদানি শুল্ক বসিয়েছে।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh