• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই পতাকায় হামলা: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ০৯:১৫

তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই তুরস্কের জাতীয় পতাকায় হামলা। ২০ আগস্ট এমনটা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর প্রেসটিভি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুর্কি অর্থনীতির ওপর হামলার সঙ্গে তুর্কি পতাকায় হামলার কোনও পার্থক্য নেই। এর মাধ্যমে তারা তুরস্ক ও তুর্কি জনগণকে নতিস্বীকারে বাধ্য করতে চায়। কিন্তু তুরস্ক কখনই নতিস্বীকার করবে না।

ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার পতনের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা ভাবছে তুর্কি মুদ্রামানের অবমূল্যায়নের কারণে আঙ্কারা মাথানত করতে বাধ্য হবে তারা খুব তাড়াতাড়ি নিজেদের ভুল বুঝতে পারবে।

তবে এরদোগান তার নিজের বক্তব্যে কোনও দেশের নাম উল্লেখ করেননি।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপড়েনের জের ধরে ১৪ আগস্ট আইফোনসহ বিভিন্ন মার্কিন ইলেকট্রনিক পণ্য বর্জনের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, তুরস্ককে অর্থনৈতিকভাবে আক্রমণ করা হয়েছে। আমরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দু’দিনের মধ্যে এর জবাব দিতে পারি।


আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে হাত, অধ্যক্ষের ছবি ভাইরাল
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh