• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে চার্চে নির্যাতিত শিশুদের পাশে দাঁড়ালেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৮, ১৩:৫৩
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৩০০-র বেশি ‘শিকারি’ ধর্মযাজকের হাতে নির্যাতনের শিকার সহস্রাধিক শিশুর পক্ষাবলম্বন করেছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ভ্যাটিকান থেকে এমন তথ্য জানানো হয়েছে। খবর দ্য লোকালের।

ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, ভুক্তভোগীদের পাশে রয়েছেন পোপ। শিশুদের যৌন নির্যাতন পদ্ধতিগতভাবে লুকিয়েছে ক্যাথলিক চার্চ। মঙ্গলবার মার্কিন গ্র্যান্ড জুরির এমন এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভ্যাটিকানের পক্ষ থেকে এই বিবৃতি এলো।

বিবৃতিতে বলা হয়, এই ট্র্যাজিক ভয়াবহতার কারণে যেসব নিরপরাধের জীবন ধ্বংস হয়েছে চার্চ তাদের কথা শুনতে চায়।

সেখানে বলা হয়, এই ভয়াবহ অপরাধের শিকার ব্যক্তিদের অনুভূতি এই দুই শব্দ প্রকাশ করতে পারে, তা হচ্ছে লজ্জিত এবং দুঃখিত।
-------------------------------------------------------
আরও পড়ুন : অ্যাপলের সার্ভার হ্যাক করলো অস্ট্রেলিয়ান কিশোর
-------------------------------------------------------